Loading..

উদ্ভাবনের গল্প

২৫ জুন, ২০২০ ০৩:২৩ অপরাহ্ণ

গানে গানে ইংরেজী

আমি #শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে #এসেছ
আমি #শুনেছি সেদিন তুমি
লোনাবালি তীর ধরে বহুদুর বহুদুর হেঁটে #এসেছ
-Present Perfect Simple -এর গান ।Present Perfect Simple -এ Verb এর শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে,
ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে।
এসো গানে গানে Tense শিখি।

ইংরেজি ভাষার সাথে কি আপনার love-hate relationship আছে?
এখন আপনি একটি অসাধারণ ইংরেজি উপন্যাস পড়ছেন।

একটু পরই আপনি টেক্সট-বই হাতে নিয়ে মনোযোগ হারিয়ে ফেলছেন। ব্যাকরণের গোলমেলে টপিকগুলো আপনার একদমই সহ্য হচ্ছে না।
আমি আপনার অনুভূতি কিছুটা বুঝতে পারছি। ইংরেজি ভাষা একই সাথে সুন্দর, জটিল, মজার এবং সাময়িক বিরক্তির কারণ হতে পারে।
কিন্তু এগুলো আছে বলেই ইংরেজি ভাষা শিক্ষা একটি চমকপ্রদ অভিজ্ঞতায় পরিণত হয়! কিন্তু আপনি কি জানেন যে শেক্সপিয়র না থাকলে হয়তো আজকের ইংরেজি ভাষা অনেকটাই ভিন্ন হতো?

শেক্সপিয়র ১,০০০ এরও বেশি ইংরেজি শব্দ তৈরি করেছেন এবং সেগুলো তার লেখায় ব্যবহার করেছেন। বর্তমান সময়ে, নেটিভ ইংলিশ স্পিকাররা তাদের দৈনন্দিন জীবনের কথাবার্তায় সে শব্দগুলো ব্যবহার করেন।ভাষা মানেই মজা......lets fun together....