Loading..

খবর-দার

২৬ জুন, ২০২০ ০৩:৪০ অপরাহ্ণ

Online Digital Fair In Cumilla District

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ২৮-৩০ জুন ২০২০ শুরু হতে যাচ্ছে অনলাইন প্লাটফরমে ডিজিটাল মেলা। ডিজিটাল সেবা, অনলাইন কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষা, স্বাস্থ্য, পরিকল্পনা উন্নয়ন ও আর্থিক লেনদেন ডিজিটালাইজেশন ইত্যাদি কার্যক্রম কে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর। কৃষি, ই বাণিজ্যকে এই মহামারী করোনাকালীন সময়ে জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন ইভেন্ট এ প্রদর্শনী চলবে অনলাইন প্লাটফরমে। ৩০ জুন তারিখে শিক্ষা সংক্রান্ত সেমিনার জুম ক্লাউড সেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এতে জেলা  প্রশাসন কর্তৃক আয়োজিত সেশনে  শিক্ষা প্রশাসন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও জেলা আইসিটি ফর এ জেলা অ্যাম্বাসেডরগণ অংশ গ্রহণ করবেন।

আরো থাকছে মুজিব শতবর্ষ, ই সেবা, কোভিড ১৯, তরুণ উদ্ভাবক, জেলা ব্র্যান্ডিং, শিক্ষা ও কর্মসংস্থানের উপর প্যাভিলিয়ন থাকছে। সকল প্রকার কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।