Loading..

প্রকাশনা

১৬ সেপ্টেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

অপরের কল্যানার্থে দুই বালিকা
অপরের কল্যানার্থে দুই বালিকা শৈশব থেকে যারা অন্যদের সাহায্য করার স্বপ্ন দেখে এবং সেভাবে কাজ করার চেস্টা চালায়, তাদের স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হয়। আপরের কল্যানার্থে স্বপ্ন দেখতে হবে এবং অটোসাজেশন মত চলতে হবে। অপরের কল্যানার্থে নিজের জীবন উৎ্সর্গকৃত করলে, জীবনও আলোকিত হয়। তার বাস্তব প্রমাণ পাকিস্তানের মালালা ইউসুপ। মাত্র ১৫ বছরের মধ্যে সুখ্যাতি লাভ করেছে মালালা ইউসুপ; শুধু অপরের কল্যানার্থে নিজের জীবন উৎ্সর্গ করা। অথচ এইরুপ শত শত মেয়ে আছে পাকিস্তানে; যাদের ইতিহাসে কোন ঠাঁই নাই । অপরের কল্যানার্থের কামনায় আরেক উজ্জ্বল নক্ষত্র ভারতের মুম্বায়ের শ্বে্তা কাট্টি(১৮)। জম্ম ও শৈশবটা কেটেছে মুম্বায়ের কুখ্যাত কামাথিপরা পতিতালয়ে। সে নিউইর্‍্যকের বার্ড কলেজে বৃত্তি নিয়ে মনোবিজ্ঞান পড়তে যায়। ভারত ছাড়ার সময় সে সাংবাদিকদের সাথে বলেন, “ শৈশব থেকেই আমার স্বপ্ন আমার মত অন্য মেয়েদের সাহায্য করা”। অন্যদের সাহায্য করার মন-বাসনায় সে চলতি বছর ২৫ বছরের নিচে “২৫ ইয়াং উইমেন টু ওয়াচ”র তালিকায় স্থান করে। গতকাল (০৫/০৮/২০১৩) দৈনিক যুগান্তর পত্রিকায় খবর এসেছে এভাবে, “নিষিদ্ধ পল্লীর অন্ধকারের আলোকিত শ্বেতা”। এছাড়া অন্যান্য পত্রিকায় শ্বেতার ফিচার ও সংবাদ এসেছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি