Loading..

প্রকাশনা

১৭ সেপ্টেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

পানিচক্র
জয়নব ইসলাম, সহকারি শিক্ষক, চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আলীকদম, বান্দবান। আপনাদের মূল্যবান মতামত কামনা করছি পানিচক্র জয়নব ইসলাম নদীনালা, পুকুরেতে যত পানি আছে, সূর্যের তাপে তারা বাষ্প হয়ে নাচে। নেচেনেচে ভেসেভেসে উঠে যায় উপরে, ঠাণ্ডায় পানিকণা হয় তারা পরে। পানিকণা মিলেমিশে হয় একাকার, কণাগুলো মেঘ হয় তাইতো এবার। মেঘ-মেঘ-মেঘ, আরো কতো মেঘ, বেশি মেঘ হলে পরে তার আসে বেগ। তাইতো সে কেঁদে কেঁদে হয় হয়রান, মেঘের কান্নায়, প্রকৃতি ফিরে পায় প্রাণ। মেঘের কষ্ট কিছু বুকে জমা থাকে, পাহাড়ের চূড়া যাকে বরফ করে রাখে। বরফের কাছে তাই সূর্য ছুটে আসে, কষ্ট তাড়াতে তার থাকে পাশে পাশে। সূর্যের উষ্ণতা তার গায়ে লাগে, ঝরণা হয়ে বয়ে যেতে তার সাধ জাগে। ঝর্ণার রূপ ধরে মিশে সে নদীতে, নদী তাই বয়ে চলে নিজ গতিতে। নদী বয়ে যায় মিশে সমুদ্র মাঝে, সেই পানি আবার ও বাষ্প রূপে সাজে। একেই আমরা বলি পানি চক্র, যেমন শুক্র থেকে শুরু হয়ে আসে শুক্র।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি