Loading..

ম্যাগাজিন

২৯ জুন, ২০২০ ০৮:৫১ অপরাহ্ণ

কবিতা

স্বপ্নেরা দিন গোনে

এন,এন,মুন

মেঘের বাড়িতে তা-থৈ -তা-থৈ

মনের বাড়িতে দ্বন্দ্ব,

প্রকৃতি মেতেছে উৎসবে আজ

মানুষের দরজা বন্ধ!

হতাশা মনে ঘর বেঁধেছে

ভয় হয়েছে সঙ্গী,

এমনি করে আর কতদিন

গৃহকোণে রবো বন্দী!

মুক্তপাখিটি খাঁচায় রয়েছে

আকাশ আজ বহুদূর!

নিরানন্দে খাঁচায় থেকে

হারিয়েছে সব সুর।

হয়তো কেটে যাবে দুর্দশা সব

মুক্ত হবে মন,

আলোর মিছিলে আবার যাবে

ছেড়ে এই গৃহকোণ।

কত আলোকবর্ষ দিতে হবে পারি

কিছুই নাই জানা,

মনের গভীরে নিবুনিবু দীপে

দিনগোনে স্বপ্নেরা।


মুসলিম পাড়া

পটুয়াখালী। ২০/০৪/২০২০ খ্রি:

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি