Loading..

ম্যাগাজিন

৩০ জুন, ২০২০ ০৯:১৯ পূর্বাহ্ণ

পৃথিবীর অষ্টম মহাদেশ...।।

পৃথিবীর অষ্টম মহাদেশ ‘জিলান্ডিয়া’ তবে মহাদেশটি বহু বছর আগে সমুদ্রের অতলে চলিয়ে গেছে। নিউজিল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান জিএনেস সায়েন্স এই বিষয় নিয়ে ১৯৯৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত গবেষণা করেছেন এবং তাঁরা এই মহাদেশের একটি নকশাও তৈরি করেছেন।তাঁদের মতে এই মহাদেশটির অবস্থান অস্ট্রেলিয়ার পূর্বে নিউজিল্যান্ডের ঠিক উত্তরে। তাঁরা অনুমান করেন মহাদেশটির আয়তন ছিল প্রায় ৫০ লক্ষ বর্গ কিলোমিটার। এই মহাদেশটি প্রায় আড়াই কোটি বছর পূর্বে প্রশান্ত মহাসাগরে প্রায় ৩৮০০ ফুট গভীরে তলিয়ে গিয়েছে। তবে জিলান্ডিয়ার একটি পাহাড় (লর্ড হাউ রাইজে বলস পিরামিড) সমুদ্রের উপরে বেরিয়ে রয়েছে যা Lord Howe Island নামে পরিচিত।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি