Loading..

উদ্ভাবনের গল্প

০১ জুলাই, ২০২০ ০৫:৪৬ পূর্বাহ্ণ

“একটি বিদ্যালয়ের মধ্যে হাজার বিদ্যালয়”

“একটি বিদ্যালয়ের মধ্যে হাজার বিদ্যালয়”

গল্প নয় সত্য । নতুন কিছু সৃজনশীল ভাবনা আমি বাস্তবে বাস্তবায়ন করেছি। আমার বিদ্যালয়  সরকার থেকে দুটি ল্যাপটপ ও প্রজেক্টর  পেয়েছি।এগুলো পেয়ে আমি বসে নেই।নতুন সৃজনশীল চিন্তায় অনলাইনে  আমার বিদ্যালয়ের ক্লাস অন্য বিদ্যালয়ের  শিক্ষার্থীদের  ল্যাপটপ ও প্রজেক্টরের মাধ্যমে সরাসরি  দেখার সুযোগ করে দেয় এবং তাদের  বিদ্যালয়ের কোন ক্লাস আমাদের বিদ্যালয়ে দেখানোর ব্যবস্থা করি।এতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের সাহায্যে যেকোন সমস্যার সমাধান করা হয়। আমার উপজেলায় প্রায় ৩০টি বিদ্যালয়ে এমন কার্যক্রম আমি চালিয়ে যাচ্ছি।প্রথম প্রথম আমরা প্রাথমিক গণিত ,ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান নিয়ে প্রতিদিন বেশ কিছু বিদ্যালয়ের সাথে অনলাইনে আমি ক্লাস নিয়ে থাকি। আমার এ কাজে  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল সহকারি শিক্ষক অনেক সহযোগিতা আমাকে করে থাকে। এতে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের   মধ্যে ব্যাপক সাড়া পরে এবং প্রতিদিন আমার উপজেলার কোন না কোন বিদ্যালয় এমন কাজে অংশগ্রহণ করছে ।

মীর কামরুল ইসলাম

সহকারী শিক্ষক

কাশিমিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়

আদমদীঘি,বগুড়া।