Loading..

প্রকাশনা

১৮ সেপ্টেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

কর্মপত্র (কারক ও বিভক্তি নির্ণয় করঃ...............।।)
বাতাকান্দি উচ্চ বিদ্যালয়/শ্রেণি পরীক্ষা/নবম শ্রেণি কারক ও বিভক্তি নির্ণয় করঃ ১।গাঁয়ে মানে না, আপনি মোড়ল। ২। ঘোড়ায় গাড়ি টানে। ৩।আমার যাওয়া হয় নি। ৪।নাজমুলকে যেতে হবে। ৫।আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থণা। ৬।জিজ্ঞাসিবে জনে জনে। ৭।ফুলে ফুলে ঘর ভরেছে। ৮।শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। ৯।তিলে তৈল হয়। ১০।বাবাকে বড্ড ভয় পাই। ১১।যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ১২।বাড়ি থেকে নদী দেখা যায়। ১৩।এ বাড়িতে কেঊ নেই। ১৪। এ দেহে প্রাণ নেই। ১৫।লোকে বলে। পাগলে কী না বলে। ১৬।এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন। ১৭।এ কলমে ভালো লেখা হয়। ১৮।আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে। ১৯।সারারাত বৃষ্টি হয়েছে। ২০।গাড়ি স্টেশন ছাড়ে। Mohammad Shahzaman Email:[email protected] Web:www.shuvoh24.apollowebservics.com 01850110499:

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি