Loading..

ম্যাগাজিন

০৩ জুলাই, ২০২০ ১১:০৬ অপরাহ্ণ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়।


বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। উরুগুয়ের সোনালি প্রজন্মের আরো একটি বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিতে হলো। অস্কার তাবারেজের অধীনে উরুগুয়ে গ্রুপ পর্বে দুর্দান্ত থাকলেও কোয়ার্টারে এসে ফ্রান্সের কাছে মুখ থুবড়ে পড়ে। কিন্তু এমন বিদায়েও মন খারাপের কিছু দেখছেন না উরুগুয়ের অধিনায়ক। বরং হেরেও গর্বিত ডিয়েগো গোডিন।

ফ্রান্সের কাছে ০-২ ব্যবধানে হারার ম্যাচে নিজেদের নামের প্রতি একদমই সুবিচার করতে পারেনি উরুগুয়ে। গোডিন বলেন, ‘বিদায় নেওয়ার জন্য আমি দুঃখিত। অবশ্যই এটা হতাশার। কিন্তু আমি সকল উরুগুইয়ান এবং আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই, যারা সিংহের মতো লড়াই করেছে। আমরা হয়তো আজকে পারিনি কিন্তু আমরা আমাদের মাথা উঁচু রেখেই বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছি।’

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি