Loading..

উদ্ভাবনের গল্প

০৯ জুলাই, ২০২০ ০৯:৫৭ অপরাহ্ণ

সুখী যদি হতে চান ।

সুখ কি ? কোথায় গেলে সুখের সন্ধান মিলবে ? আপনি নিজে কি সুখী ???? এই সব প্রশ্নের উত্তরের জন্য আদিম কাল থেকেই মানুষ গবেষনা করেই চলেছে, কিন্তু পেয়েছে কি তার প্রশ্নের জবাব ? কিংবা কেউ কি কখনও অনুভব করেছেন যে, তি নি  নিজে সুখী ? নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর তাঁর রচিত গানের মাধ্যমে বলে গেছেন " আমি সুখেরও লাগিয়া এঘরও বাঁধিনু অনলে পুড়িরা গেল"। বড় অদ্ভুত এই পৃথিবী-পৃথিবীর মানুষ। সারা জীবন ধরে সুখের সন্ধান করে-করে, অসুখী-ই থেকে গেল। কালজয়ী সংগীত শিল্পী মান্না দে তার কন্ঠে আমাদের রেকর্ডিং শুনিয়ে চলেছেন যে, " সবাই তো সুখী হতে চায়, কেউ হয়, কেউ হয়না।" তাহলে কি সুখ আমাদের সাথে স্বজন-প্রীতি করে চলেছে ? কোথায় গেলে বা কি করলে বা  কি না করলে যে-কেউ সুখ নামক সোনার হরিণ খুঁজে পাবে ? ধন-সম্পদ-অর্থ প্রচুর পরিমানে থাকলেই কি মানূষ সুখী হতে পারবে ? উদর পূর্তি করে ভালো ভালো খাবার পেলেই কি আপনি নিজেকে সুখী মনে করবেন ? এই অনন্ত জিজ্ঞাসা মানুষের মনে বারবার জেগে উঠেছে। আসলে সবাই সুখী হতে চায়। তাই সারা জীবন ধরে কষ্ট-চেষ্টা-শ্রম দিয়ে সুখের বীজ সংগ্রহ করে। সুখবীজ একসময় অংকুরিত হয়ে সুখচারায় পরিনত হয়। সেই সুখ চারা একসময় সুখবৃক্ষে পরিনত হয়। একসময় সেই সুখবৃক্ষে ফুল ও পরে  ফল আসে। কিন্তু মজার বিষয় হলো, অধিকাংশ ক্ষেত্রে সেই সুখ বৃক্ষে বিষফল ধরে।  তাহলে কি মানুষ সুখী হবে না ? বা সুখী হতে পারবেই না ???  না, এই কথাটা পুরোপুরি ঠিক না। সুখী হতে হলে আপনাকে পাঁচটি কাজ করতে হবে,  তা হলোঃ (১) নিজেকে ভালো বাসুন, (২) সর্বদা ক্ষমা করতে শিখুন, (৩) ভালো কাজ করুন, (৪) কারো ক্ষতি করবেন না এবং (৫) ইতিবাচক মনোভাব প্রকাশ করুন। তাই আসুন আমরা সবাই সুখের সন্ধান না করে, সুখী হবার জন্য এই পাঁচটি কাজের চর্চা করে যাই। একসময় আমি, আপনি কেউ-ই এই পৃথিবীতে থাকবো না। কালের আবর্তে বিলীন হয়ে যাবে আমাদের দেহ। তাই আমরা যদি জীবিত অবস্থায় শুদ্ধ আচরন করে যাই, তাহলে মানুষের মনের মনিকোঠায় আমদের নাম অজয়, অমর ও অক্ষয় হয়ে থাকবে।