Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ জুলাই, ২০২০ ১০:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের নদী

এক সময়ের রূপসী জলকদর খাল, যে খালদিয়ে ভ্রমন করেছিলেন প্রাচীন কবি আলাওল, এইখালে ভ্রমণ কালে কাব্য রচনা করেছিলেন কবি আল মাহমুদ। চচট্টগ্রাম জেলার, বাঁশখালী উপজেলায় এই খালের অবস্থান। অবৈধ দখলদারের থাবায় এক কালের প্রাণচাঞ্চল্যে ভরপুর অনন্ত যৌবনা তার যৌবন হারিয়ে মরা খাল হওয়ার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে।বাংলাদেশ নদী মাতৃক দেশ এই কথাটির আবেদন ক্রমশ হারিয়ে যাচ্ছে।নদী, খাল আমাদের আমিষের অন্যতম উৎস। তাই খাল, নদী রক্ষায় এগিয়ে আসি। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি