Loading..

ম্যাগাজিন

২৮ জুলাই, ২০২০ ০৮:১২ অপরাহ্ণ

ভাষা শিক্ষার উপকারিতা / প্রয়োজনীয়তাঃ

ভাষা শিক্ষার উপকারিতা / প্রয়োজনীয়তাঃ


ভাষা হচ্ছে যোগাযোগের অন্যতম মাধ্যম। মানুষ তার মনের ভাব প্রকাশ করতে হলে কোন না কোন ভাষা ব্যবহার করে।বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ।আধুনিক বিশ্বের প্রতিযোগিতার এই যুগে নিজেকে ঠিকিয়ে রাখতে হলে বিশ্বের বিভিন্ন দেশের ভাষা- ও সংস্কৃতি সম্পর্কে জানা অতীব জরুরী। একজন শিশু জন্মের পর তার মাতৃভাষায় কথা বলতে শেখে।বড় হয়ে যদি সে বিশ্বে অন্যান্য ভাষা শিখতে পারে,  তাহলে অবশ্যই প্রতিযোগিতার এই যুগে সে নিজেকে একধাপ এগিয়ে নিয়ে গেল।একটা কৌতুক শুনেছিলাম যে, এক লোক একবার ঠিক করলেন, তিনি জাহাজে চড়ে বিশ্বভ্রমণে বের হবেন।শুনে পাড়া- প্রতিবেশীরা বললেন,'ওহে, জাহাজে চড়বে ভাল কথা, সাঁতার জানো তো?' লোকটি জবাব দিলেন, আমি সাঁতার জানিনা।আমি ১২ টা ভাষায় সাহায্য চাইতে জানি বটে।অতল সাগরে হয়তো তার ঠিকঠাক সাহায্য চাইতে পারাটা বিপদে কাজে দিতে পারে।একজন মানুষের পক্ষে সব দেশের ভাষা শিক্ষা করা সম্ভব নয়।তবুও মাতৃভাষার পাশাপাশি যদি ইংরেজি,  আরবি,ফরাসি সহ আরো কিছু ভাষা শিখতে পারে, তাহলে অবশ্যই তার কাজে লাগবে।এই ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল ( ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড) প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষক - শিক্ষার্থীদের বিভিন্ন দেশের শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষক  শিক্ষার্থীদের কাজ করার সুযোগ করে দেয়ায় একে অন্যের ভাষা ও সংস্কৃতি জানার সুযোগ হয়েছে।

আমার এই ভিডিওটা আমার কর্মরত প্রতিষ্ঠান, আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের ল্যাংগুয়েজ এক্টিভিটির ছোট্ট প্রচেষ্টার অংশ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি