Loading..

প্রেজেন্টেশন

৩১ জুলাই, ২০২০ ০৮:২৭ পূর্বাহ্ণ

রূপাই ( অষ্টম শ্রেণি)

      ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,

      রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।


      ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

      নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।


      আজ উপস্থাপন করছি অষ্টম শ্রেণির সাহিত্য কনিকার পল্লীকবি জসীমউদদীনের‌ লেখা রূপাই কবিতাটি ।

      • শিক্ষার্থী শিখতে পারবে - 
      • ১ । কবি পরিচয় বলতে পারবে ।
      • ২ । নতুন শব্দের অর্থ বলতে পারবে ।
      • ৩ । গ্রামীন সৌন্দর্য সম্পর্কে অবহিত করতে পারবে।
      • ৪ । গ্রামীন কৃষকের শৈল্পিক রূপ বর্ণনা করতে পারবে।