Loading..

খবর-দার

০১ আগস্ট, ২০২০ ০৩:০৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জ অনলাইন স্কুলের তিনমাস পূর্তি উপলক্ষে ভার্চ্যুয়াল মিটিং



কিশোরগঞ্জ অনলাইন স্কুলের তিনমাস পূর্তি উপলক্ষে ভার্চ্যুয়াল মিটিং ৩০/০৭/২০২০ খ্রীঃ রাত ৯.০০ ঘটিকার সময় শুরু হয়।

♦প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

♦জনাব মোহাম্মদ কবীর হোসেন , 

সহযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা এটুআই ♦বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

♦জনাব মোঃ জুলফিকার হোসেন,  

জেলা শিক্ষা অফিসার , কিশোরগঞ্জ ।

♦জনাব সুব্রত কুমার বনিক, 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ,

 কিশোরগঞ্জ

♦জনাব এ কে এম নাদিরুজ্জামান, 

গবেষণা কর্মকর্তা , 

জেলা শিক্ষা অফিস 

কিশোরগঞ্জ ।

♦সভায় সভাপতিত্ব করেনন

♦জনাব মোহাম্মদ হাবিবুর রহমান , 

অতিরিক্ত জেলা প্রশাসক

( শিক্ষা ও আইসিটি )

 কিশোরগঞ্জ ।

♦উপস্থাপনায় ছিলেন 

কিশোরগঞ্জ অনলাইন স্কুলের প্রতিষ্ঠাতা

এডমিন

♦মোঃ আব্দুল মজিদ 

প্রভাষক 

ও 

সাধারণ সম্পাদক 

জেলা এম্বাসেডর কমিটি, কিশোরগঞ্জ ।

এ ছাড়াও কিশোরগঞ্জ জেলার এম্বাসেডর সহ অন্যান্য জেলার শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।তার মধ্যে আমি মিছবাহ উদ্দিন সুনামগঞ্জ হতে অংশগ্রহনের সুযোগ পাই। উল্লেখ্য বিগত তিন মাস ধরে কিশোরগনজ অনলাইন স্কুলে সপ্তাহে একটি করে লাইভ ক্লাস নিয়েছিলাম। কিশোরগঞ্জ অনলাইন স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।