Loading..

খবর-দার

০১ আগস্ট, ২০২০ ০৩:৩২ অপরাহ্ণ

পরিশ্রম কখনো বৃথা যায় না। হতাশ না হয়ে এগিয়ে যাওয়ার নামই সফলতা।

স্বপ্ন পূরণ!!!

পরিশ্রম কখনো বৃথা যায় না। হতাশ না হয়ে এগিয়ে যাওয়ার নামই সফলতা। শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরার ২টি ইচ্ছে ছিলো, একটি ICT জেলা এম্বাসেডর অন্যটি শিক্ষক  বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার। একে একে ২টি স্বপ্ন পূরণ হলো। এই আনন্দগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব না। বাতায়নে সারা দিন-রাত কাজ করেছি, স্বাক্ষী রইল বাতায়নের পাতা আর আমার তৈরি কন্টেন্টগুলো। বাতায়নের পাতায় নিজেকে সেরা কন্টেন্ট নির্মাতার জায়গায় দেখে সত্যি আত্মহারা হয়ে গিয়েছি।


আমার এই অর্জনের পেঁছনে যাঁদের আন্তরিকতা ও সহযোগিতা ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি...........

১. অভিজিৎ সাহা স্যার (প্রোগ্রাম এসিস্ট্যান্ট a2i), এমডি কবির হোসাইন স্যার, এমডি আক্তার হোসাইন কুতুবি স্যার,  a2i ও বাতায়নের সম্মানীত সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞ ।

২. শিক্ষক বাতায়নে কর্মরত সকল শিক্ষক  যাঁরা তাদের ভালোবাসা ও রেটিং দিয়ে আমায় অনুপ্রাণিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞ।

৩. রাউজান উপজেলা শিক্ষা অফিসার, আমার বিদ্যালয়ের প্রধান (কাঞ্চন কুমার বিশ্বাস), মাস্টার ট্রেইনারদের প্রতি কৃতজ্ঞ।

৪. তৌহিদুল ইসলাম শাহাদাদ স্যার ও নুরুন নাহার মেম এর প্রতি কৃতজ্ঞ।

৫. রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশন এর সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।

৬. আমার মা-বাবা ও সহধর্মিণীর প্রতি কৃতজ্ঞ। 

সবাই আমার জন্য আশির্বাদ/দোয়া করবেন যাতে আমি আমার স্কুল ও দেশের জন্য কাজ করতে পারি।