Loading..

প্রকাশনা

০২ আগস্ট, ২০২০ ০৫:৪১ অপরাহ্ণ

এ্যাথলেটিক্‌স এর অর্থ,সম্পা রানী দাশ,সহকারী শিক্ষক,সাতকরাকান্দি সপ্রাবি,বড়লেখা,মৌলভীবাজার।

এ্যাথলেটিক্‌স এর অর্থ’  

সম্পা রানী দাশ

সহকারী শিক্ষক

সাতকরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

বড়লেখা,মৌলভীবাজার।

 

বর্তমানে এ্যাথলেটিক্‌স শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করে থাকে। বর্তমানে যে সকল  খেলায় দৈহিক দক্ষতা ও কলাকৌশলের ব্যবহার হয়ে থাকে,তাকেই এ্যাথলেটিক্‌স স্পোর্টস  বলা হয়। আর আগে যাকে এ্যাথলেটিক্‌স বলা হত সে গুলো আজও বিদ্যালয়, ক্লাব বা  সংগঠনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়- তাকেই বর্তমানে বলা হয় ট্র্যাক ও ফিল্ড। এ্যাথলেটিক্‌স এর বিষয়গুলো হলো: দৌড়, ঝাঁপ বা লাফ ও নিক্ষেপ।  

এ্যাথলেটিক্‌স এর তিনটি বিষয়কে দুই ভাগে ভাগ করা হয়,যেমন-ট্র্যাক ইভেন্ট এবং  ফিল্ড  ইভেন্ট। যে সকল দৌড় নির্দিষ্ট সীমা বা চিহ্নিত রেখার মধ্যে প্রতিযোগিতা হয়ে থাকে ট্র্যাক ইভেন্ট বলে। যেমন- বিভিন্ন দুরত্বের দৌড়, রীলে, হার্ডল, হাঁটা ইত্যাদি। যে সকল প্রতিযোগিতায় লাফানো ও নিক্ষেপের বিষয় গুলো মাঠের অভ্যন্তরে অনুষ্ঠিত হয় তাকে ফিল্ড ইভেন্ট বলা হয়। যেমন- দীর্ঘ লাফ, উচ্চ লাফ, এবং চাকতি,গোলক,বর্শা নিক্ষেপ ইত্যাদি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি