Loading..

ভিডিও ক্লাস

০৩ আগস্ট, ২০২০ ০২:৫৮ অপরাহ্ণ

ধ্বনি ও বর্ন

এই পাঠ শেষে শিক্ষার্থীরা -----

* ধ্বনি ও বর্ন কি তা বলতে পারবে; 

*পূর্ণ মাত্রা, অর্ধ মাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা ও নাম বলতে পারবে;

*অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ন গুলোর নাম বলতে পারবে;

*উচ্চারন স্থান অনুযায়ী বর্ন গুলোকে বিভক্ত করতে পারবে।

সকল শ্রদ্ধেয় প্যাডাগোজি রেটার, এডমিন প্যানেল, সেরা কনটেন্ট নির্মাতা, উদ্ভাবক, নেতৃত্ব, ICT4E Districts Ambasseders, সকল স্যার ও ম্যামকে অনুরোধ জানাচ্ছি ক্লাস টি দেখে গঠন মূলক মন্তব্য প্রদান করবেন।