Loading..

প্রকাশনা

০৬ আগস্ট, ২০২০ ১১:২৭ পূর্বাহ্ণ

ক্লডিয়াস টলেমিয়াস

ক্লডিয়াস টলেমিয়াস (Claudius Ptolemy) (প্রাচীন গ্রিক: Κλαύδιος Πτολεμαῖος ক্লাউদিওস্‌ প্তোলেমাইওস্‌ [১]; খৃষ্টপূর্ব ৯০ – খৃষ্টপূর্ব ১৬৮), যিনি টলেমি নামে সমাধিক পরিচিত, একজন গ্রিক গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিদ, ও জ্যোতিষ।। তিনি রোম-শাসিত মিশরের ইজিপ্টাস নামক প্রদেশের অধিবাসী ছিলেন।[২][৩] ধারণা করা হয় যা, তার জন্ম মিশরেই।

জন্ম ও বসবাস

বিশ্বাস করা হয় তিনি রোমান শাসনাধীন মিশরের থিবেইড এর টলেমেইস হারমিওউ শহরে জন্মগ্রহণ করেন। থিওডোর মেলিটেনিওটিস প্রস্তাবিত এই তত্ব সঠিক হতেও পারে। কিন্তু এটি নতুন ও অসমর্থিত প্রস্তাব।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি