Loading..

খবর-দার

১৪ আগস্ট, ২০২০ ১১:২৫ অপরাহ্ণ

পদ্মবিল

পদ্মবিল

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম নামক স্থানটি আজ পর্যটনের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কেননা এখানে প্রতিদিন এই দক্ষিনগ্রাম বিলের মধ্যে হাজার হাজার পদ্মফুল ফোটে যা এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে অনেক পর্যটক পরিদর্শনে আসেন আজ 14 আগস্ট 2020 আমরা বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক অ্যাম্বাসেডর গণ সেই পদ্মবিল দেখতে যাই দুইটি নৌকা ভাড়া করে প্রায় 2 ঘন্টা ঘুরাঘুরি করে পদ্ম বিলের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করি এখানে আশায় পদ্ম বিলের সৌন্দর্য আমাদের মন কেড়ে নেয় ওইখান থেকে আসার ইচ্ছাই হয়নি মনে হয় যেন থেকে যাই আমরা সবাই একসাথেই ভেবেছিলাম ওইখানে থেকেই যাব কিন্তু সেটাতো আর সম্ভব না তাই চলে আসলাম কিন্তু মনটা পরে রইলো সেই পদ্ম বিলের মাঝখানে পদ্মফুলের সৌন্দর্যের মাঝে মনটা যেন চায় আবার আবার যাই সেখানে সেই সৌন্দর্য আবার উপভোগ করি ইনশাআল্লাহ আবার কোন একদিন যাব আপনারা যারা ভ্রমণপিপাসু তারা চলে আসতে পারেন একদম সহজ কুমিল্লা শহর থেকে বেশি নয় 40 থেকে 50 মিনিট সময় নিবে দক্ষিণ গ্রাম বুড়িচং উপজেলা একটি বিল যেখানে পদ্ম ফুলের সমারোহ।