Loading..

ভিডিও ক্লাস

১৫ আগস্ট, ২০২০ ০৬:৪৫ অপরাহ্ণ

Creative (Joggotavittik) Solution for Class 5 Math Chapter 13. ৫ম শ্রেণীর গণিত অধ্যায় ১৩ উপাত্ত বিন্যস্ত করণ জনসংখ্যা | সৃজনশীল. Srijonsheel
#৫ম শ্রেণি #গণিত #যোগ্যতাভিত্তিক (সৃজনশীল) সমস্যা সমাধান।
অধ্যায় ১৩ #জনসংখ্যা
প্রশ্নঃ ক গ্রামের আয়তন ৫০ বর্গকিমি,জনসংখ্যা ৫৫০ জন এবং খ গ্রামের আয়তন ২০ বর্গকিমি, জনসংখ্যা ৩২০ জন।
ক) জনসংখ্যার ঘনত্ব বলতে কী বুঝ?
খ) কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি?
গ) কোন গ্রামে মাথাপিছু জমির পরিমাণ বেশি?
সমাধান: https://youtu.be/vBrsTSC41xs
প্রশ্ন: আদমশুমারির মাধ্যমে কী করা হয়?
উত্তর: আদমশুমারির মাধ্যমে দেশের লোক গণনা করা হয় এবং অন্যান্য প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা হয়।
প্রশ্ন: আদমশুমারি কত বছর পরপর হয়ে থাকে?
উত্তর: আদমশুমারি ১০ বছর পরপর হয়ে থাকে।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কোন স্থানে রয়েছে।
উত্তর: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে নব্বইতম স্থানে রয়েছে ।
প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কোন স্থানে রয়েছে?
উত্তর: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে নবম স্থানে রয়েছে।
প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?
উত্তর: এখানে >> https://youtu.be/vBrsTSC41xs
প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা যায়?
উত্তর: মোট লোকসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা যায়।
কোন গ্রামের জনসংখ্যা ৭২০ জন এবং আয়তন ২০ বর্গ কিমি হলে ঘনত্ব কত?
উত্তর : ৩৬জন /প্রতি বর্গ কিমি ।
প্রশ্ন: ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর: ১৪,২৩,১৯,০০০।
প্রশ্ন: ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ১২ কোটি ৩৯ লাখ।
প্রশ্ন: ১৯৮১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ১১ কোটি ১৪ লাখ।
প্রশ্ন: ২০১১ সালের হিসাব অনুযায়ী মোট পুরুষের সংখ্যা কত?
উত্তর: ৭,১২,৫৫,০০০।
প্রশ্ন: ২০১১ সালের হিসাব অনুযায়ী নারীর সংখ্যা কত?
উত্তর: ৭,১০,৬৪,০০০।
প্রশ্ন: ২০১০ সালে ভারতের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ১২১ কোটি ৪৫ লাখ।
প্রশ্ন: ৯ লাখ (প্রায়) কোন দেশের জনসংখ্যা?
উত্তর: ভুটানের।
প্রশ্ন: মিয়ানমারের লোকসংখ্যা কত?
উত্তর: ৫ কোটি ৫ লাখ।
প্রশ্ন: ঘনত্ব বলতে কী বোঝো?
উত্তর: এখানে দেখুন >> https://youtu.be/vBrsTSC41xs
প্রশ্নঃ ২০১১ সালের হিসাব মতে বাংলাদেশের প্রতি বর্গ কিমি এ কতজন লোক বাস করে ?
উত্তর : ৯৬৪ জন ।
প্রশ্নঃ ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর : ১৫০২ জন ।
প্রশ্নঃ ২০১১ সালের হিসাব মতে নারী পুরুষের পার্থক্য কত?
উত্তর : প্রায় সমান ।
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর : ঢাকা জেলার ।
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
উত্তর : বান্দরবান জেলার ।