Loading..

উদ্ভাবনের গল্প

১৭ আগস্ট, ২০২০ ০১:২৭ অপরাহ্ণ

খেলতে খেলতে গণিত শিখি।(নম্বর বল খেলা)
img
Ashis kumar dash

সহকারী শিক্ষক

খেলতে খেলতে গণিত শিখি। ফুটবল একটি আনন্দের খেলা । সব শিশুরই ফুটবল খেলা পছন্দ। ফুটবলের মধ্যে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা গুলো লিখে এই খেলা শুরু করা যায়। একজন আরেক জনের কাছে বল ছুরে মারবে, বল যে ধরবে তার বৃদ্ধাঙ্গুলী যে সংখ্যার উপর বা পাশে পরবে সেই সংখ্যাটি বলবে। এই ভাবে খেলাটি খেললে শিশুরা যেমন আনন্দ পাবে তেমনি সংখ্যা গুলো অতি সহজে চিনতে পারবে।