Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৮ আগস্ট, ২০২০ ০৬:২৪ অপরাহ্ণ

৮০–তেও বসে নেই বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিক

বাবার কাছে ছোটবেলায় গল্প শুনতেন, ‘ছায়াবৃক্ষ লাগানোর মতো পুণ্য আর কিছুতে নেই। সেই বৃক্ষের ছায়ায় মানুষের প্রাণ জুড়াবে। পাখপাখালির আশ্রয় হবে।’ এই গল্প মনে গেঁথে যায় শিশু কার্তিক পরামানিকের। বাবার কথায় উদ্বুদ্ধ হয়ে সেই ১০ বছর বয়সে প্রথম গাছ লাগান তিনি। এরপর আর থামেননি। ৭০ বছর ধরে তিনি গাছ লাগিয়ে চলেছেন।

তাঁর বয়স এখন ৮০ পেরিয়েছে। এই বয়সে এসেও গাছ লাগানো অব্যাহত রেখেছেন বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিক। নিজের নার্সারিতে তৈরি থাকে চারা। বর্ষাকাল এলে নিজেকে আর ধরে রাখতে পারেন না। গাছ লাগানোর জন্য নেমে পড়েন সরকারি জমিতে, রাস্তাঘাটে, শিক্ষাপ্রতিষ্ঠানে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি