Loading..

খবর-দার

৩০ আগস্ট, ২০২০ ০২:৫০ অপরাহ্ণ

এম্বাসেডর হিসেবে নিযুক্ত করণে ধন্যবাদ জ্ঞাপন

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ (দ.)! 

(পবিত্র আশুরা দিবসের উপহার)


জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হলাম!

================


শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে শিক্ষা মন্ত্রণালয়ের এটুআই পরিচালিত ICT4E কর্তৃপক্ষ আমাকে চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত করায় মহান আল্লাহ তা'আলার দরবারে অফুরন্ত শোকরিয়া আদায় করছি। সাথে সাথে যাঁরা আমাকে নির্বাচিত করেছেন তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।


বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষকের মধ্যে মোট অ্যাম্বাসেডর ১৬৮০ জন (৩১ আগস্ট ২০২০ তারিখ শিক্ষক বাতায়ন'র তথ্য মতে)। তন্মধ্যে চট্টগ্রাম জেলায় আলিম (উচ্চ মাধ্যমিক) পর্যায়ে মাত্র ৫ জন এ পর্যন্ত অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন, যার মধ্যে আরবী বিষয়ের শিক্ষক তিন জন, আর  অন্য বিষয়ের রয়েছেন দুইজন।


শিক্ষকতা পেশায় কর্মের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা আমাকে আরো গতিশীল ও অধ্যবসায়ী হতে অনুপ্রাণিত করবে ইনশা'আল্লাহ।


আরো আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার সাথে একই ক্যাটাগরিতে জেলা অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অনলাইন জগতে ইয়াং আলেমগণের আইডল, আমার অত্যন্ত স্নেহের আলহাজ্ব মাওলানা জমির হোসাইন আল- কাদেরী (জি'দা মাযদুহু ওয়া শরফুহু)

প্রভাষক (আরবি) বুড়িশ্চর জিয়াউল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রাম।


কৃতজ্ঞতা ও ধন্যবাদঃ


আমার এ প্রাপ্তিতে যাঁরা আমাকে গঠনমূলক পরামর্শ, দিকনির্দেশনাসহ সার্বিক সহযোগিতা প্রদান করে অনুপ্রাণিত করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। 


বিশেষ করে যাঁদের নাম উল্লেখ না করলে অকৃজ্ঞ হবো , তাঁরা হলেন, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম এর সুযোগ্য অধ্যাপক (গণিত), চট্টগ্রামের শিক্ষকগণের অভিভাবক, অনলাইন জগতে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী জনাব মোহাম্মদ আখতার হোছাইন কুতুবী স্যার, 


চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর ও চট্টগ্রাম জেলা আ্যাম্বাসেডর কমিটির মান্যবর সভাপতি, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম এর সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান বিভাগ), সদালাপী ও মিষ্টভাষী জনাব মুহাম্মদ ইকবাল স্যার, 


চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর ও চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর কমিটির সম্মানিত সহ-সভাপতি, অনলাইন জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি আমাকে এই বিষয়ে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বখতিয়ার পাড়া চার পীর আউলিয়া (রহ.) আলিম মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ আব্দুল হান্নান (ম.জি.আ.), 


চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর ও চট্টগ্রাম জেলা আ্যাম্বাসেডর কমেটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আব্দুল আলীহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, চট্টগ্রাম অনলাইন স্কুলের অন্যতম উদ্যোক্তা জনাব আব্দুল মান্নান সুমন স্যার সহ আরো অনেকে।


-------------

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশে:

আবুল আছাদ মোহাম্মদ জুবাইর

প্রভাষক (আরবি)

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।