Loading..

উদ্ভাবনের গল্প

৩১ আগস্ট, ২০২০ ০৬:৫১ অপরাহ্ণ

শিক্ষার্থীদের দক্ষতাসমূহ

২১ শতকে শিক্ষার্থীদের দক্ষতাসমূহ

সুপ্রিয় সহকর্মীবৃন্দ,

আসসালামু আলাইকুম। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যাদের ভূমি অগ্রগন্য তার হচ্ছেন আমাদের প্রিয় শিক্ষার্থীরা। ডিজিটাল বাংলাদেশ গড়তে ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে বিনির্মানে শিক্ষার্থীদের কতিপয় দক্ষতা অর্জন করতে হবে।  আজকের উদ্ভাবনী গল্পে আমি শিক্ষার্থীর সেই দক্ষাতাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি।

১। আইসিটি ডিভাইস ব্যবহারে দক্ষতা (যেমন-মোবাইল, কম্পিউটার ইত্যাদি)

২। জুম অ্যাপস ব্যবহারে দক্ষতা

৩। ফেসবুক রুম ব্যবহারে দক্ষতা

৪। স্ট্রিম ইয়ার্ড ব্যবহারে দক্ষতা

৫। ফেসবুক ব্যবহারে দক্ষতা

৬। ইউটিউব ব্যবহারে দক্ষতা

৭। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারে দক্ষতা

৮। মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা

৯। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহারে দক্ষতা

১০। ই-মেইল ব্যবহারে দক্ষতা

১১। প্লে স্টোর ব্যবহারে দক্ষতা

১২। মোবাইল অ্যাপস ব্যবহারে দক্ষতা

১৩। সফটওয়্যার ইনষ্টল বা আনইনষ্টল করার দক্ষতা।

১৪। Wi-Fi/Hotspot ব্যবহারে দক্ষতা

একজন শিক্ষার্থীকে এসব দক্ষতা সমূহ অর্জনে সহায়তা করে তাকে একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার অঙ্গিকারে কাজ করে যাচ্ছি। যাতে করে আগামীর বাংলাদেশ হয়ে উঠে প্রযুক্তি নির্ভর এক ডিজিটাল বাংলাদেশ। উন্নত, দূর্নিতীমুক্ত একটি স্বচ্ছ বাংলাদেশ। সকল শিক্ষকদের কাছে এই প্রত্যাশা রাখছি আসুন আমরা আমাদের শিক্ষার্থীদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করে তুলি। তৈরী করি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

 

মোঃ হাবিবুল্লাহ্

সহকারী শিক্ষক(আইসিটি)

কনেশ্বর এস.সি এডওয়ার্ড ইনস্টিটিউশন

জেলা অ্যাম্বাসেডর ICT4E ও সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা।

মোবাইলঃ ০১৮৩৬৬২৪১৪৮

ই-মেইলঃ [email protected]