Loading..

উদ্ভাবনের গল্প

০৩ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৩২ অপরাহ্ণ

আমরা করব জয়, অজয় কৃষ্ণ গোমস্তা, বাকেরগঞ্জ, বরিশাল

করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিশ্ব আজ থমকে দাঁড়িয়েছে। শিক্ষায় পড়েছে এর প্রভাব। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু ব্ন্ধ নেই একদল গুণী, পরিশ্রমী  শিক্ষকের কর্মকান্ড। তারা সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কে কতটা ভালো ক্লাস উপহার দিতে পারেন। কতগুলো স্কুলে পাঠদান করতে পারেন। এই নিয়ে যেন পাল্লা। আাবার কার স্কুল কতটা ভালো কতটা বেশি ক্লাস হয় এ নিয়ে  চলছে অবিরাম চেষ্টা। আইসিটির উন্নয়নের জন্য জুমে বিভিন্ন মিটিং। লাইভ ক্লাস ফেস্টিভ্যাল। এ যেন  জাতিকে ভালো কিছু দেয়ার এক মহোৎসব। এই শিক্ষকরা করোনাকে জয় করে এগিয়ে যেতে চান। Bakerganj Online Primary School  এ এক ঝাক গুণী শিক্ষকের মিলন মেলায় পরিবেশিত হচ্ছে অনলাইন ক্লাস। তাদের নিয়ে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।