Loading..

ম্যাগাজিন

০৬ সেপ্টেম্বর, ২০২০ ০৪:২৪ অপরাহ্ণ

কারাগারের রোজনামচা

কারাগারের রোজ নামচাঃ 'জেলের ভিতর অনেক ছোট ছোট জেল আছে'

জেলে যারা যায় নাই , জেল যারা খাটে নাই - তারা জানে না জেল কি জিনিস। বাইরে থকে মানুষের যে ধারণা জেল সম্বন্ধে ভিতরে তার একদম উলটা। জন সাধারণ মনে করে চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা , ভিতরে সমস্ত কয়েদি একসাথে থাকে, তাহা নয়। জেলের ভিতর অনেক ছোট ছোট জেল আছে।

কারাগার যার একটা আলাদা দুনিয়া। এখানে আইনের বইতে যত রকম শাস্তি আছে সকল রকম শাস্তিপ্রাপ্ত লোকই পাওয়া যায়। খুনি, ডাকাত , চোর, বদমায়েশ, পাগল- নানা রকম লোক এক জায়গায় থাকে। রাজবন্দি ও আছে । আর আছে হাজতি -যাদের বিচার হয় নাই বা হতেছে, এখনও জামিন পায় নাই । এই বিচিত্র দুনিয়ায় গেলে মানূষ বুঝতে পারে কত রকম লোক দুনিয়ায় আছে। বেশি দিন না থাকলে বোঝা যায় না। তিন রকম জেল আছে । কেন্দ্রীয় কারাগার, জেলা জেল , আর সাব জেল- যেগুলি মহকুমায় আছে। জেল খানায় মানুষ , মানুষ থাকে না- মেশিন হয়ে যায়। অনেক দোষী লোক আছে ; অনেক নির্দোষ লোক ও সাজা পেয়ে আজীবন কারাদন্ড ভোগ করছে। সাবজেল দুইতিন মাসের সাজাপ্রাপ্ত লোক ছাড়া রাখে না। ডিস্ট্রিক্ট জেলে পাঠিয়ে দেয়। প্রায় তিন বছরের উপর হলে কেন্দ্রীয় কারাগারে পাঠাইয়া দেয়।

সূত্রঃ কারাগারের রোজ নামচা- শেখ মুজিবুর রহমান


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি