Loading..

খবর-দার

০৮ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৩৩ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী আর নেই।

থেমে গেলো একটি ইতিহাস। রেখে গেলেন অজস্র স্মৃতি . . . .

মুক্তির গানএর মুক্তিপাগল তরুণ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলী গতকাল বৈশ্বিক মহামারী কোভিড-19 আক্রান্ত হয়ে গতকাল ০৭/০৯/২০ খ্রিঃ সকা ১০.০০ টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পরলোক গমন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) আর কোনদিন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের কথামালা শুনাবেন না। ওপার ভূবনে প্রিয় স্যার বীরের বেশেই থাকুক এই প্রার্থনা করি। সবাই স্যারের আত্মার শান্তি কামনা করবেন।

এই বরেন্য ব্যাক্তির সাথে আমাদের নেটওয়ার্ক শিক্ষকদের কয়েকবার দেখা কথা বলার সৌভাগ্য হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকার অনুষ্ঠানে। ২০১৪ সালে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর (বিশাল গাড়িতে) যখন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী করতে আসে সে সময় একদিন জাদুঘরের কয়েকজন ট্রাস্টি চাঁপাইনবাবগঞ্জ আসেন সুধীজনদের সাথে মতবিনিময় সভা করার জন্য। সেই সময় জিয়াউদ্দিন তারিক আলী এসেছিলেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে। স্মৃতির পাতায় তিনি রবেন অমলিন হয়ে।