Loading..

উদ্ভাবনের গল্প

১০ সেপ্টেম্বর, ২০২০ ০২:৩৬ পূর্বাহ্ণ

একই সময়ে একাধিক ফেজবুক পেজে লাইভ ।। Live on multiple Facebook pages at the same time
  • একই সময়ে একাধিক ফেজবুক পেজে লাইভ ।। Live on multiple Facebook pages at the same time.  বর্তমান করোনাকালীন সময়ে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ক্লাস ভিডিও করে বা সরাসরি লাইভে সারাদেশের শিক্ষক সমাজ চালু রেখেছেন। সরকার সংসদ টিভির মাধ্যমে ক্লাস প্রচারিত করে যাচ্ছে। তাছাড়াও প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও স্কুলগুলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে বিভিন্ন নামে পেজ খুলে অনলাইন স্কুল পরিচালনা করে আসছেন। আমি নিজেও ক্লাস করে আসছি বিভিন্ন অনলাইন স্কুলে। একজন শিক্ষক একটি ক্লাস একবার একটি স্কুলের পেজে প্রচারিত করার পর ঐ ক্লাসটি আবার অন্য স্কুলে প্রচার করছে। এতে করে তাদের দেখাযায় সারাদিন সময় অতিবাহিত করতে হচ্ছে। আমি এই ভিডিও টিউটরিয়ালটি যখন তৈরী করে ইউটিউবে আমার সহকর্মীদের কাছে পৌছে দিলাম। তাতে করে দেখলাম তারা একই সময়ে অনেক ফেজবুক পেজে ভিডিও লাইভ বা সরাসরি লাইভ ক্লাস একই সময়ে নিতে পারছে। যখন কেউ ফোন করে বলে আপনার ভিডিও দেখে আমি অনেক স্কুলেই একসাথে ক্লাস নিতে পারতেছি। অনেক সময় আমার বেঁচে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। তখন মনে হয় আমার কাজটি করা সার্থক হয়েছে। আমি আরও উৎসাহ পাই। একদিকে আমার সহকর্মীদের পেশাগত দক্ষতার উন্নয়ন হয়। তেমনি আমারও নতুন নতুন বিষয়ে কাজ করার আগ্রহ বাড়ে।

মোঃ রুকুনুজ্জামান,

ট্রেড-ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল),

সিংগারডাবড়ীহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ,

রাজারহাট, কুড়িগ্রাম।