Loading..

প্রকাশনা

১১ সেপ্টেম্বর, ২০২০ ০৫:২৭ অপরাহ্ণ

পুলসিরাত

পুলসিরাত

 

উজ্জল কুমার দে

 ( আইসিটি শিক্ষক)

করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর।

 

ইটের উপর ইট জুড়িয়া

গড়ছিস কেন অকারনে

বড় বড় ইমারত।

ওখানে তোর ঠাই হবেনা

ঠাই হবে তোর গাছতলায়।

পৃথিবীর শেষ দিনের সেই

পুলসিরত পার হবার জন্য

জমা করছিস কি আমানত।

সেই আমানতে ওজন দিয়ে

হইবে-রে তোর ভাগ্য নির্ধারন

আমানতের পাল্লা ভারি হলে

বেহেস্তের ঐ দার

তোর জন্য যাবে খুলে।

ইটের উপর ইট জুড়িয়া

এখানে অকারনে ইমারত গড়ে

কি হবে বলরে পাগলা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি