Loading..

প্রেজেন্টেশন

১৩ সেপ্টেম্বর, ২০২০ ১১:২১ পূর্বাহ্ণ

তিতুমীরের বিদ্রোহ

তিতুমীর (১৭৮২-১৮৩১) বাংলার প্রজাকুলের উপর স্থানী জমিদার এবং ইউরোপী নীলকরদের অত্যাচার প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে পরিচালিত আন্দোলনের নেতা। প্রাথমিক পর্যায়ে তাঁর আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক ও ধর্মী সংস্কার। মুসলিম সমাজে শির্কবিদআতের অনুশীলন নির্মূল করা এবং মুসলমানদের দৈনন্দিন জীবনে ইসলামের অনুশাসন অনুসরণে উদ্বুদ্ধ করাই ছিল তাঁর আন্দোলনের প্রাথমিক লক্ষ্য