Loading..

উদ্ভাবনের গল্প

১৫ সেপ্টেম্বর, ২০২০ ০২:২৮ অপরাহ্ণ

আদর্শ শিক্ষকের গুণাবলী

                                            একজন আদর্শ শিক্ষকের গুণাবলী 

শিক্ষক আমরা জাতি গড়ার কারিগর। তাই সমাজের অন্যান্য ব্যক্তির চেয়ে তাকে আলাদা কিছু গুণে গুণান্বিত হতে হয়। আদর্শ শিক্ষক হতে হলে যে অতিরিক্ত গুণাবলীর প্রয়োজন তা নিয়েই আমি আমার দৃষ্টিভংগি তুলে ধরার চেষ্ঠা করেছি। এছাড়াও হয়তো আর অনেক গুনাবলী রয়েছে। তবে আমি মনে করি একুশ শতকে এসে একজন শিক্ষক হিসাবে আমার এ গুণ গুলো থাকা খুবিই জরুরী।

১. বিষয়ভিত্তিক জ্ঞান(Subject based knowledge)

2.আত্মবিশ্বাসী(Confident)

3.সচ্চরিত্রবান(Characteristic)

4. দেশের প্রতি ভালোবাসা(Love the country)

5.সৎ ও সত্যবাদী(Honest and truthful)

6. ব্যক্তিত্বসম্পন্ন(Personalized)

7. ইতিবাচক দৃষ্টিভঙ্গী(Positive attitude)

8. ধৈর্য্যশীল ও শান্ত(Patient and calm)

9. সময়জ্ঞান(Timing)

10. পক্ষপাতহীন(Impartial)

11.আন্তরিকতা(Sincerity)

12.কৌশলী(Tactical)

13. সৃজনশীল(Creative)

14. উদ্ভাবনী জ্ঞান(Innovative knowledge)

15. সুন্দর বাচনভঙ্গি(Beautiful accent)

16.আকর্ষনীয় উপস্থাপনা(Interesting presentation)

17. প্রশিক্ষিত(Trained)

18. দূরদর্শিতা(Foresight)

19. কাজের প্রতি ভালোবাসা(Love of work)

20. আদর্শবান(Ideal)

21. বন্ধুত্বসূলভ(Friendly)

22. জ্ঞানপিপাসু(Thirsty for knowledge)

23. মনোযোগী শ্রোতা(Attentive listener)

24. মূল্যবোধ (Values)

25. আইসিটিতে অভিজ্ঞ(Experienced in ICT)

26.প্রযুক্তিজ্ঞান সম্পন্ন(Complete technical knowledge)

27. ভদ্র ও বিনয়ী(Polite and humble)

28. ক্ষমাশীল(Forgiving)

29. যুক্তিবাদী(Rationalist)

30. সহানুভূতিশীল(Sympathetic)

31. কর্তব্যনিষ্ঠ(Dutiful)

32. মনুষ্যত্ববোধ(A sense of humanity)

33. মানবদরদী(Compassionate)

34. উদারতা(Generosity)

35. পথপ্রদর্শক(Guide)

আমার গল্প দেখার ও সুচিন্তিত মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি।

মোঃ হাবিবুল্লাহ্

সহকারি শিক্ষক(আইসিটি)

কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন

ডামুড্যা, শরীয়তপুর।

জেলা অ্যাম্বাসেডর ও সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা

মোবাইলঃ ০১৮৩৬৬২৪১৪৮

ই-মেইলঃ [email protected]