Loading..

খবর-দার

১৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৮৯০ শিক্ষক, বিএড স্কেল ৬০ জনের

মাদরাসার আরও ৮৯০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমপিওভুক্ত মাদরাসায় বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার এমপিও কমিটি। আর ৬০ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সহকারী অধ্যাপক স্কেল পাচ্ছেন ৫৭ জন শিক্ষক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদরাসার এমপিওর কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানান, সভায় এমপিওভুক্ত মাদরাসাগুলোতে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন নিষ্পত্তি করা হয়। করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন আরও ৮৯০ শিক্ষককে এমপিওভুক্ত করে ইনডেক্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সূত্র আরও জানান, ৬০ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর সহকারী অধ্যাপক স্কেল পাবেন ৫৭ জন শিক্ষক।