Loading..

নেতৃত্বের গল্প

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১২:৪৭ অপরাহ্ণ

অনলাইন স্কুল

আমি শারমিন আক্তার হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরস্হ স্বনামধন্য প্রতিষ্টান সানশাইন মডেল হাই স্কুলের  একজন সহকারি প্রধান শিক্ষক। 

শিক্ষা ও কো-কারিকুলাম কার্যক্রমে উপজেলায় বরাবরের মতো সর্বোচ্চ ১ম স্হান অর্জনকারী সানশাইন মডেল হাই স্কুলে করোনাকালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশনার আগে থেকেই শিক্ষার্থীদের সাথে বিভিন্ন মাধ্যমে অনলাইন পাঠদানের ব্যবস্হা করি।যদিও এপ্রিলের শুরুর দিকে আমি নিজ উদ্দ্যোগে নিজেই অনলাইন ক্লাস করে আপলোড দেই আমার নিজস্ব "suminto ahmed " আইডিতে।পরবর্তীতে সরকারি নির্দেশনার সাথে সাথেই জেলার ১ম প্রথম প্রতিষ্টান হিসেবে আমি আমার স্কুলের " সানশাইন মডেল হাই স্কুল" নামের পেইজে নিয়মিত ক্লাস আপলোড দেই।তখন আমার বিভাগ সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের সূচনা হয়।সেখানে ক্লাস দিতে থাকি নিয়মিত।অতঃপর আমার জেলা হবিগঞ্জ অনলাইন স্কুল এর সাথে যুক্ত হই। জেলা অনলাইন স্কুল  উদ্বোধনের  সাথে সাথে  জুন মাসের ৯ তারিখে জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ভার্চুয়াল মিটিং করে নিজ বিদ্যালয় সানশাইন মডেল হাই স্কুল এর "সানশাইন অনলাইন স্কুলটি" উদ্বোধন করি।যা  বর্তমান পর্যন্ত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের উদ্বুদ্ব করে নিয়মিত রুটিন মাফিক "সানশাইন মডেল হাই স্কুল " নামের পেইজে  আপলোড হচ্ছে।এ পর্যন্ত রুটিনমাফিক প্রায় ৪০০ টি ক্লাস আপলোড করছি।বাতায়নে আমার নিজস্ব আইডি "শারমিন আক্তার " এ নিয়মিত রুটিন আপলোড দিচ্ছি।ব্যক্তিগতভাবে ইংরেজি বিষয়ের উপর প্রায় ৪৫ টিরও বেশি ক্লাস আমি নিয়েছি।

তারপর অনলাইন ক্লাসের মান উন্নয়নের স্বার্থে বিদ্যালয়ে নিজস্ব ক্লাস রেকর্ডিং স্টুডিও স্হাপনের পরিকল্পনা করি।খুব শিগগিরই তারই বাস্তবায়নের রুপ দিতে আগস্ট মাসের ৬ তারিখে জেলা, উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা, এটুআই জেলা ও বিভাগের  ম্যাম্বেসেডেরদের উপস্হিতিতে ভার্সাচুয়ালী সানশাইন স্কুলে "অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও" উদ্বোধন করা হয়। সর্বোপরি সকল শিক্ষকের সহযোগিতায় প্রতি সপ্তাহে সেরা শিক্ষক নির্বাচন ও পুরস্কারের ব্যবস্হাও রেখেছি।  আশা করি,এই অনলাইন কার্যক্রম ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা পাবো।   বাংলাদেশ    সরকারের নির্দেশনা মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সহযোগি হতে অঙ্গীকারবদ্ধ।