Loading..

উদ্ভাবনের গল্প

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০৩:১১ পূর্বাহ্ণ

মুক্তপাঠ ও শিক্ষক বাতায়নে সক্রিয়করণ।
img
AMINUL ISLAM

সহকারী শিক্ষক

আমাদের সোনারগাঁ উপজেলায় ১১৩ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষক সংখ্যা ৭৩৫ জন। এর মধ্যে শিক্ষক বাতায়নে সদস্য মাত্র ৪২ জন ( অনেকের হয়তো আইডি রয়েছে,তবে প্রোফাইল আপডেট  করা হয়নি) তবে সংখ্যাটা খুব বেশি নয়।কারোনাকালিন সময়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে সোনারগাঁ উপজেলা রির্সোস সেন্টারের সম্মানিত ইউআরসি ইন্সট্রাক্টর হোসনে আরা বেগম বিষয়ভিক্তিক সঞ্জীবনী প্রশিক্ষণে ব্যবস্হা গ্রহণ করেছেন।ইউআরসি ইন্সট্রাক্টর হোসনেআরা মেম এর সাথে মুক্তপাঠ এ গণিত অলিম্পিয়াড ও শিক্ষক বাতায়নে ব্যাপারে আলোচনা করি।তিনি আমাকে এ ব্যাপারে উৎসাহ প্রদান করেন।সেই সাথে বিষয়ভিত্তিক গণিত প্রশিক্ষণে আমাকে এ বিষয়ে একটা শেসন পরিচালনার দ্বায়িত্ব দেন।প্রশিক্ষণে আমি প্রথম দিন মুক্তপাঠের বিস্তারিত তথ্য তুলে ধরার চেস্টা করি।মুক্তপাঠে রেজিস্টেশনের মাধ্যমে গণিত অলিম্পিয়াডের কোর্স সহ অন্যান্য কোর্স করতে সবাইকে আহবান জানাই। এরপর  দ্বিতীয় দিনে শিক্ষক বাতায়নে বিষয়ে আলোচনা করি।কিভাবে শিক্ষক বাতায়নে সদস্য হওয়া যায়,কিভাবে শিক্ষক বাতায়ন থেকে মাল্টিমিডিয়া কন্টেন্ট ডাউনলোড করে শ্রেণিতে ব্যবহার করে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়ে ধারণা প্রদান করি।এ ছাড়া দ্বিতীয় দিনের অধিবেশনে  নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল মহোদয় যুক্ত হয়ে করোনাকালিন সময়ে শিক্ষা ও শিক্ষকদের অনলাইনে কোর্স করে দক্ষতা বৃদ্ধির পরামর্শ প্রদান করেন।আমি আমার সর্বোচ্চ চেস্টা করছি, আমার উপজেলার শিক্ষকদের শিক্ষক বাতায়নে সক্রিয় করতে।এ ব্যাপারে সবার ইতিবাচক সাড়া পাচ্ছি।