Loading..

খবর-দার

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৫৯ অপরাহ্ণ

নেইমার–কুতিনিওদের সঙ্গে ব্রাজিলে নতুন মুখ


নেইমার–কুতিনিওদের সঙ্গে ব্রাজিলে নতুন মুখ


প্রথমে হারলেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, এরপর ধরল কোভিড–১৯ ভাইরাস। থাকতে হলো কোয়ারেন্টিনে। সেখান থেকে ফিরেও শান্তি নেই। পিএসজির হয়ে মাঠে নেমেই জড়িয়ে পড়লেন প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বাদানুবাদে, পরিণামে নিষিদ্ধ হতে হলো ২ ম্যাচ। বর্ণবাদ নিয়ে নেইমারের করা অভিযোগের ভিত্তিতে তদন্তও চলছে। অর্থাৎ, চলতি সময়টা কোনোভাবেই নেইমারের পক্ষে নেই। ক্লাবের খেলা থেকে একটু বিরতি নিতে পারলে হয়তো ভালো হতো।

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব সেই সুযোগ করে দিচ্ছে নেইমারকে। বাছাইপর্বে দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল।

সাও পাওলোয় ৯ অক্টোবর বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। চারদিন পর লিমায় পেরুর মুখোমুখি হবে তিতের দল। বাছাইপর্বের এ ম্যাচ দুটো মার্চে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে পিছিয়ে নেওয়া হয়। সূচি চূড়ান্ত হওয়ার পর ব্রাজিলের ঘোষিত এই দলে নেইমার যথারীতি অধিনায়ক। আছেন ফিলিপ কুতিনিও।

ইউরোপিয়ান ক্লাব ফুটবল থেকে খেলোয়াড় নিতে পারবে দেশগুলো—ফিফা এ প্রতিশ্রুতি দেওয়ার পর স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল। করোনাভাইরাসে সংক্রমণের হারে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও আর্জেন্টিনা। আর এ চারটি দলই মাঠে নামছে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে প্রথম দুই রাউন্ডের ম্যাচে।

তরুণ মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে দলে প্রথমবারের মতো ডেকেছেন ব্রাজিল কোচ তিতে। অলিম্পিক লিঁও–র হয়ে কিছুদিন আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলেন গিমারেস। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় জুভেন্টাসের বিপক্ষে লিঁও–র ১–০ গোলের জয়ে দুর্দান্ত খেলেছিলেন গিমারেস। বাছাইপর্বে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক ঘটার সম্ভাবনা রয়েছে গিমারেসের। এ ছাড়া উইংয়ে রিয়াল মাদ্রিদের রদ্রিগোকে ফিরিয়েছেন তিতে।

জাতীয় দলের নিয়মিত সদস্য ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসনকে ডাকেননি তিতে। ৩৭ বছর বয়সী মিডফিল্ডার দানি আলভেজকেও এড়িয়ে গেছেন ব্রাজিলের এ কোচ। অবশ্য চোট থেকেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বার্সেলোনার সাবেক এ খেলোয়াড়। তার জায়গায় পালমেইরাসের গাব্রিয়েল মেনিনোকে ডেকেছেন তিতে।

ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), সান্তোস (আথলেতিকো পারানায়েজ), ওয়েভারটন (পালমেইরাস)।

রক্ষণ : দানিলো (জুভেন্টাস), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), অ্যালেক্স তেলেস (পোর্তো), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিওস (পিএসজি), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্লামেঙ্গো)।

মাঝমাঠ: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ব্রুনো গিমারেস (লিঁও), দগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ফিলিপ কুতিনিও (বার্সেলোনা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

আক্রমণ: গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।.