Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২১ সেপ্টেম্বর, ২০২০ ০৪:২০ অপরাহ্ণ

suukh pakhita

সুখ পাখিটা

মো: লোকমান মিয়া

 

 

কোথায় পাব সুখ পাখিটা

পেতে চাহি  যারে

সুখের জন্য ধরবো বাজি

আনবো খুঁজি তারে।

 

মনে মনে যতো খুঁজি

ততই থাকে দূরে

সুখ পাখিটা কখন পাব

ডাকবো বা কোন সুরে।

 

দ্রব্য মূল্যে সুখের বাজার

বিষন কড়া দাম

কাজ কর্ম চাকরী মেলায়

গুলিয়ে ফেলি নাম ।

 

কথায় কাজে মিল  খুঁজি তাই

ধরতে সুখের রশি

মেলান যদি সত্যি হতো

পেতাম ঘরে বসি।

 

আদর  সোহাগ ভালবাসা

সুখ বাজারে আগুন

মূল্য ছাড়া নেই কোন দাম

ফোঁটায় না ফুল ফাগুন।

 

জলের জন্য কলের দাপট

দলে দলে কারখানা

পিওর পাওয়া যেমন কঠিন

বেড়েছে সব মারখানা ।

 

আম জনতার  কাম সারানো

মন্ত্রী প্রজার কি দরকার

গোলক ধাঁ ধাঁয় গুলিয়ে বাঁচি

কোথায় নীতি কি সরকার।

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি