Loading..

উদ্ভাবনের গল্প

২১ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৫৫ অপরাহ্ণ

গুগল ফর্মে নৈর্বাত্তিক প্রশ্ন প্রস্তুত করা ও বিতরন করা।

গুগলফর্মে নৈর্বাত্তিক প্রশ্ন তৈরী করা

বর্তমান করোন পরিস্থিতি আমাদেরকে গৃহবন্দী করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা স্থাবির হয়ে গেছে। কিন্তু থেমে নেই পাঠদান। আইসিটির বদৌলতে পৃথিবী ঘরে বসেই লাভ করেছে গতিশীলতা। এখন পাঠদান হয় ভার্চুয়ালভাবে। শিক্ষক পাঠদান করেন ঘরে বসে। শিক্ষার্থীরাও পাঠদান গ্রহন করেন ঘরে বসে। কিন্তু পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে। সেটাও থেমে নেই। গুগল আমাদেরকে এমনসব সুবিধা দিয়েছে যে, ঘরে বসেই নৈর্বাত্তিক প্রশ্ন তৈরী করা এবং তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া সম্ভব হয়েছে। সৃজনশীল প্রশ্ন তৈরী করে তা শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয় ভার্চুয়াল ভাবে। পরীক্ষা নেয়া, মূল্যায়ন করা সবি সম্ভব হয় গুগল ফর্ম ও গুগল ক্লাসরুমের মাধ্যমে।

আর বিষয়টি সকল শিক্ষকদের মাঝে ছড়িয়ে দেয়া এবং সকল সম্মানীত শিক্ষকদের এই বিষয়টি সামান্য অবগত করার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্ঠা। যাতে নিজেরা প্রশ্ন তৈরী করে শিক্ষার্থীদের কাছে বিতরন করতে পারি। এর মাধ্যমে সামান্যতম উপকার হলে নিজেকে ধন্য মনে করব। সকলের জন্য শুভকামনা করছি।

মোঃ হাবিবুল্লাহ্

সহকারি শিক্ষক(আইসিটি)

কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন

ডামুড্যা, শরীয়তপুর।

জেলা অ্যাম্বাসেডর ও সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা

মোবাইলঃ ০১৮৩৬৬২৪১৪৮

ই-মেইলঃ [email protected]