Loading..

উদ্ভাবনের গল্প

২২ সেপ্টেম্বর, ২০২০ ০১:১৭ পূর্বাহ্ণ

ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে এমবি কমাবো কিভাবে?।। How to reduce MB by keeping the video quality right

ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে এমবি কমাবেন কিভাবে?

শিক্ষক বাতায়নে, ইউটিউবে, ফেজবুকে যারা ভিডিও কনটেন্ট আপলোড করি তাদের জন্য এই ভিডিওটি জরুরী। 

  • বর্তমান করোনাকালীন সময়ে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ক্লাস ভিডিও করে বা সরাসরি লাইভে সারাদেশের শিক্ষক সমাজ চালু রেখেছেন। সরকার সংসদ টিভির মাধ্যমে ক্লাস প্রচারিত করে যাচ্ছে। তাছাড়াও প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও স্কুলগুলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে বিভিন্ন নামে পেজ খুলে অনলাইন স্কুল পরিচালনা করে আসছেন। আমি নিজেও ক্লাস করে আসছি বিভিন্ন অনলাইন স্কুলে। তৈরি করছি ভিডিও এবং আপলোড করছি ইউটিউবে। মোবাইল দিয়ে যখন ভিডিও করা হচ্ছে, দেখা যাচ্ছে একেকটি ভিডিও ক্লাস ৬০০, ৭০০, ৮০০, ৯০০এমবি বা ১/২ জিবি পর্যন্ত হয়ে যাচ্ছে। আর মোবাইল কোম্পানীর ডাটা কিনে যদি আপলোড করেন তাহলে তো আপলোড করাই মুসকিল। তাছাড়াও শিক্ষক বাতায়নে একটি কনটেন্ট ১০ এমবি এর বেশি আপলোড করা যায় না। এজন্য এই ভিডিওটি দেখে আমরা সহজেই ভিডিওর সাইজ অনেকগুণ কমিয়ে অনায়াসে আপলোড করতে পারি। ইউটিউব থেকে যখন কমেন্টগুলো পড়ি, তখন মনে হয় আমার কাজটি করা সার্থক হয়েছে। আমি আরও উৎসাহ পাই। একদিকে আমার সহকর্মীদের পেশাগত দক্ষতার উন্নয়ন হয়। তেমনি আমারও নতুন নতুন বিষয়ে কাজ করার আগ্রহ বাড়ে।

মোঃ রুকুনুজ্জামান,

ট্রেড-ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল),

সিংগারডাবড়ীহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ,

রাজারহাট, কুড়িগ্রাম।