Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২২ সেপ্টেম্বর, ২০২০ ০৪:২৩ অপরাহ্ণ

দোয়া মানুষের অমূল্য সম্পদ, ইহা সকল সফলতার চাবি-কাঠি।


ইহা অমূল্য সম্পদ, জীবনে যযেকোন সফলতা ইহা বড় মাধ্যম। যাহা টাকা-পয়সা, ধন-দৌলত বা যে কোন ক্ষমতা বলে সম্ভব না, তা ও এর দ্বারা অর্জন করা যায়। হ্যাঁ আমি "দোয়া" এর কথাই বলছি। আমরা জানি সকল ক্ষমতা ও সকল কার্য সম্পাদনকারী হলেন আল্লাহ। তাঁর ইচ্ছা বা হুকুম ছাড়া কোন কিছুই সংঘটিত হয়না। আমরাতো কেবল চেষ্টাকারী, আল্লাহর হুকুম হলে তা বাস্তবায়িত হয়। কার্য সম্পাদনের মালিক যদি আমরা হতাম, আমাদের সকল প্রচেষ্টাই বাস্তবায়িত হতো। এই দোয়া আমরা সবাই চাই কিন্তু অনেক ক্ষেত্রে তা অর্জন করতে পারিন।

দোয়া অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে, অন্যের কল্যাণকামী হওয়া, মানুষের উপকার করা ও সদাচরন করা। ইহা একটি এবাদতও বটে। আসুন আমরা একে অন্যের জন্য সর্বদা দোয়া করি। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক। আমিন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি