Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২২ সেপ্টেম্বর, ২০২০ ০৭:২৫ অপরাহ্ণ

কোভিড-১৯ এ অপূরণীয় ক্ষতি শিক্ষার্থীদের

শিক্ষায় যে একটা শহর -নগর ও প্রত্যন্ত গ্রামের আনাচে-কানাচে প্রচার-প্রসার এবং গতিশীলতা ঘঠেছিল, তা এই কোভিড-১৯ এর বৈশ্ব্বিক মহামারিতে চরম্ ভাবে ব্যহত হয়েছে। 

দীর্ঘ মেয়াদে এর প্রভাব এই উঠতি প্রজন্মের ভাবী নাগরিক জীবনে ও চরমভাবেই আঘাত করবে,এর  কারণ- স্বাভাবিক শিক্ষা জীবন থেকে তারা একটি সেশন হারিয়ে ফেলেছে।   বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ভাবে এই দীর্ঘ সময়ে কে কিভাবে কতটা শিক্ষা আয়ত্ব করেছে আর তা কতটাই বা ফলপ্রসূ?

এহেন অবস্থায় শিক্ষকতা পেশায় যারাই যুক্ত আমাদের সবার  অনলাইনে, সাক্ষাৎ এ, ফোনে বিভিন্নভাবে আমাদের নিকটতম শিক্ষার্থীদের শিক্ষার্জন করতে উৎসাহ দেওয়া এখন সময়ের দাবি।     

                

                         

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি