Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০৩:১৮ অপরাহ্ণ

হাঁচি ও হাইতোলা

হযরত আবু হুরায়রা (রাঃ)হতে বর্ণিত।তিনি বলেন, নবী করিম (সঃ) বর্ণনা করেন।তিনি বলেন,নিশ্বয়ই আল্লাহ তায়ালা হাঁচিকে পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন।সুতরাং যখন তোমাদের কেউ হাঁচি দিয়ে আল্লাহ তাআলার প্রশ্নংসায় আলহামদুলিল্লাহ বলে,তখন প্রত্যেক মুসলমান যে তা শুনবে,তার ইয়াআরহামুকা বলা কর্তব্য(ওয়াজিব)হইয়ে থাকে।আর হাই তোলা শয়তানের পক্ষ থেকে হইয়ে থাকে।সুতরাং,যখন তোমাদের কারো হাই আসে,সে যেন সাধ্যমত তা প্রতিহত করে।কেননা,তোমাদের কেউ যখন হাই তোলে,তখন শয়তান তা দেখে হাসতে থাকে।মুসলিম শরীফের এক বর্ণনায় আছে যে,যখন তোমাদের কেউ হাই তোলার সময় হা করে,তখন শয়তান হাসতে থাকে।(ইমাম বুখারী(র)হাদিসটি বর্ণনা করেছেন)।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি