Loading..

খবর-দার

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৬ অপরাহ্ণ

যশোর শিক্ষাবোর্ডের উদ্যানে চারাগাছ লাগালেন ড. মুনতাসীর মামুন

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যানে ফুলের চারা রোপণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. মুনতাসীর মামুন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি চারা রোপণ করেন। 

শিক্ষাবোর্ডের পক্ষ থেকে বিকেলে এ আয়োজন করা হয়। এতে অংশ নেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী শহীদ কাদের, সহযোগী অধ্যাপক মুর্মিদা শারমিন, শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুল হক, ঝিকরগাছা সরকারি এম এল এ হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নানসহ অনেকে।

এ সময় রঙ্গ, জবা, পাতাবাহার, টগর, বকুল ও আমলকিসহ হরেক প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।