Loading..

প্রেজেন্টেশন

৩০ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪৩ অপরাহ্ণ

একাত্তরের দিনগুলি ,শ্রেণিঃদশম ,বিষয়ঃবাংলা

                                                            একাত্তরের দিনগুলি

একাত্তরের দিনগুলি "জাহানারা ইমাম " এর লেখা একটি ডায়েরী। জাহানারা ইমাম হলেন শহিদ জননী। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর হামলা চালায় । সুদীর্ঘ নয় মাস 
আমাদের যুদ্ধ চলে । আর যুদ্ধের সময়কার একেকটি দিন নিয়ে লেখা একাত্তরের দিনগুলি । মুক্তিযুদ্ধের প্রধান রণকৌশল ছিল গেরিলা যুদ্ধ। আধুনিক অস্ত্র-শস্ত্রে  সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর উপর বীর মুক্তিযোদ্ধারা কৌশলে আক্রমণ করেন। কখনো নদীপথে কখনো ঝোপঝাড়ের আঁড়াল থেকে মিলিটারিদের উপর আক্রমণ করা হতো ।এতে সাহায্য করত গ্রামবাসীরা । সবার ত্যাগ ও সহযোগিতায় আমরা পেয়েছি আমাদের সোনার বাংলাদেশকে ।