Loading..

উদ্ভাবনের গল্প

০১ অক্টোবর, ২০২০ ১২:৪৮ পূর্বাহ্ণ

(আমার লেখা বই) An Easy Way To learn Tense

(আমার লেখা বই) An Easy Way To learn Tense

সমস্যা সনাক্তকরণঃ

১. শিক্ষার্থীরা Tense পারে না। এতে করে তাদের পক্ষে Grammatical Points বুঝতে অসুবিধে হয়।  তাই পরীক্ষাই Grammar অংশ উত্তর করতে পারে না।

২. ইংরেজিতে Letters, E-mails, Paragraphs, Dialogues and Compositions লিখতে পারেনা। কারণ তারা ছোট ছোট sentence making করতে পারে না।

৩. বাংলা বাক্যগুলোকে তারা কোনটি কোন Tense চিহ্নিত করতে পারে না। 

সমস্যা সমাধানঃ

# আমি অতি সহজ ভাবে এই বইটি লিখেছি যার মাধ্যমে শিক্ষার্থীরা সহজে Tense শিখতে পারে, যার প্রয়োগ করেছি আমার বিদ্যালয়ে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা অতি সহজে অল্প সময়ে Tense শিখেছে। যা জানতে পেরেছি শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রায়োগিক ফল আগ্রহ ও তাদের শেখার আগ্রহ থেকে।

# শিক্ষার্থীদের সহজে Tense শেখানোর ক্ষেত্রে আমি আমার এই বই এর পদ্ধতির উপর Challenge করতে পারি। 

বি: দ্র: এই বইটির PDF ফাইল আমি আমার শিক্ষক বাতায়নে প্রকাশনায় আপলোড করেছি।