Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ অক্টোবর, ২০২০ ০৪:১৭ অপরাহ্ণ

শিশুদের সৃজনশীল কাজ করার জন্য আগ্রহী করে গড়ে তুলতে চারু ও কারু যথেষ্ট ভুমিকা রাখে।

প্রাক প্রাথমিক শিশুদের মনের সুকুমার বৃত্তি বৃদ্ধি করার জন্য চারু ও কারু শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

শিশুদের শিখন শেখানো কার্যক্রমকে ফলপ্রসূ করতে হলে বাস্তব উপকরণের ব্যবহার শিশুর শিখনকে দীর্ঘস্থায়ী করে। প্রাক প্রাথমিক শ্রেণির শিশুরা খেলতে পছন্দ করে আর খেলার ছলের শিখন শিশুর মনকে প্রফুল্ল রাখে এবং সে কাজে সানন্দে অংশ নিবে। চারু ও কারু শিল্পের কাজ শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটায়, না পারার ভীতি দূর করে, শিশুকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। 

সেজন্য হাতের নাগালে পাওয়া বাস্তব উপকরণ ব্যবহার চারু ও কারু শিক্ষা   প্রাক প্রাথমিক শিশুদের শিখন শেখানো কার্যক্রমকে ফলপ্রসূ করে।                                                  

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি