Loading..

প্রেজেন্টেশন

০৭ অক্টোবর, ২০২০ ০৭:৪৫ অপরাহ্ণ

বাঁচতে দাও , শ্রেণিঃ ষষ্ঠ,বিষয়ঃ বাংলা

                                                                                বাঁচতে দাও 

কবি শামসুর রাহমান  "বাঁচতে দাও" কবিতায়  প্রকৃ্তি, পরিবেশ ও প্রাণি জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন । প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার আশ্রয়স্থল । মানুষের হাতেই দিন দিন এগুলো ধ্বংস হচ্ছে । যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায় তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্থ হবে । কবিতায় প্রতিকূলতাকে জয় করার কথা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ।