Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৭ অক্টোবর, ২০২০ ০৮:৪৯ অপরাহ্ণ

ডিজিটাল ক্লাসরুম

ডিজিটাল ক্লাসরুম হলাে এমন এক ধরনের প্রযুক্তি নির্ভর শ্রেণিকক্ষ যেখানে শিক্ষাদানের বিষয়টি পুরােপুরি আইসিটি ফিচারসমূহ ব্যবহার করে পরিচালিত হয়ে থাকে। এর অনেকগুলাে ভিন্ন ভিন্ন রূপ রয়েছে যেমন ফ্লিপড ক্লাসরুম, ব্লেন্ডেড লার্নিং এবং স্মার্ট ক্লাসরুম। তবে এই টার্মগুলাের প্রতিটির পৃথক কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ফ্লিপড ক্লাসরুম হলাে এমন একটি লার্নিং সিস্টেম যেখানে শিক্ষার্থীরা অনলাইনে ইনস্ট্রাকশন গ্রহণ করে এবং তাদের অর্জিত জ্ঞান সরাসরি শ্রেণিকক্ষে, এসে প্রয়ােগ করে। আবার ব্লেন্ডিং লার্নিং এর ক্ষেত্রে ফেস-টু-ফেস লার্নিং এর পাশাপাশি অনলাইন ইন্সট্রাকশনের সমন্বয় ঘটানাে হয়। এই অনলাইন ইন্সট্রাকশন বিভিন্ন সােশ্যাল মিডিয়া, অনলাইন প্লাটফরম এবং টুলস এর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।

ডিজিটাল ক্লাস তৈরি করার জন্য কী কী করণীয়?
ক্লাসরুমে ইন্টারনেট ও অন্যান্য আইসিটি নির্ভর যন্ত্রাংশ ব্যবহার করে ‘ডিজিটাল ক্লাস’ তৈরি করা যায়। ক্লাসরুমে ছবি, অডিও-ভিডিও এনিমেশন ইত্যাদি ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে আর আকর্ষণীয় করা যায়। ক্লাসে ইন্টারনেটের ব্যবহার সহজলভ্য করা এবং শিক্ষাদান প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার একটি ক্লাসকে অনেক কার্যকর করে তােলে। ই-বুক, প্রজেক্টর প্রভৃতির ব্যবহার ডিজিটাল ক্লাসে ব্যবহার করতে হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি