Loading..

ম্যাগাজিন

০৭ অক্টোবর, ২০২০ ০৯:৪৩ অপরাহ্ণ

অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও এর চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক কর্মশালা

তারিখঃ০৬-১০-২০২০,মঙ্গলবার

স্থানঃ শাহেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়,শাল্লা,সুনামগঞ্জ।

বিষয়ঃ শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ ,অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও এর চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

প্রধান অতিথিঃ জনাব মো ইনচান মিঞা ,প্রধান শিক্ষক ,এইচ এম পি উচ্চ বিদ্যালয় ও  সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতি,সুবামগঞ্জ।

বিশেষ অতিথিঃ জনাব নীহার রঞ্জন চৌধুরী, প্রধান শিক্ষক,শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয় ও সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতি,শাল্লা,সুনামগঞ্জ।

আরোও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার সকল প্রধান শিক্ষকবৃন্দ।

সঞ্চালনায় ছিলেন জনাব সজল চন্দ্র সরকার,সহকারী প্রধান শিক্ষক,গোবিন্দচন্দ্র সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,শাল্লা সুনামগঞ্জ।

সভাপতিঃ জনাব আরিফ মোহাম্মদ দুলাল,প্রধান শিক্ষক,শাহেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়,শাল্লা ,সুনামগঞ্জ।

রিসোর্স পারসনঃ সুনামগঞ্জ জেলার আইসিটি জেলা এম্বাসেডর, এ টু আই।

মোহাম্মদ কামাল হোসেন(প্রধান শিক্ষক),কবিরুল ইস্লাম(প্রধান শিক্ষক),আবু মাহমুদ (প্রধান শিক্ষক), মিসবাহ উদ্দিন(সহকারী শিক্ষক)।

অতিথি শিক্ষক হিসেবে ছিলাম আমি ইসতেহাদুল ইসলাম,সহকারী শিক্ষক ,চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়,দিরাই ,সুনামগঞ্জ ও লিটন রঞ্জন তালুকদার,সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়,সুনামগঞ্জ।

অংশগ্রহণকারীঃ

শাল্লা উপজেলার প্রতিটি বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি ছিল দেখা পরার মত।এই প্রতিকূল পরিবেশে সবাই যে উপস্থিত হতে পেরেছেন এই আইসিটি প্রেমি শিক্ষক-শিক্ষিকা আমরা অত্যান্ত আনন্দিত।

আমরা তিনটি ভাগে ভাগ করি। তারপর আমরা যারা প্রশিক্ষক হিসেবে যাই তারা প্রতিটি কক্ষে দুজন করে ভাগ হয়ে কর্মশালা পরিচালনা করি।

সুন্দর ভাবে কর্মশালা পরিচালনা সম্পন্ন হয়।সার্বিক তত্তাবধানে ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গির আলম স্যার।

পরিশেষে বলতে চাই তাদের আতিতিয়েতা ছিল চমৎকার। তাদের আপ্পায়নের কোনো অভাব ছিল না।আমরা তাদের সুন্দরভাবে কর্মশালাটি পরিচালনা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি