শিক্ষক দিবসের শপথ
শিক্ষক দিবসের শপথ
---মোহাম্মদ মনিরুজ্জামান
------------------------------------
আমি শিক্ষক
আমি সমাজের নির্মাতা,
আমি সমাজে প্রতিষ্ঠা করি
নীতি ও নৈতিকতা।
সমাজে অনৈতিকতার অবসানে
আমার উপরে সমাজ নির্ভর,
শক্তহাতে সমাজ বির্নিমানে
আমিও থাকিব নির্ভার।
সত্যের প্রশ্নে
করিবনা কখনো নত মাথা,
যতই আসুক
বাধা-বিপত্তি অথবা প্রতিব্ধকতা।
শিখনবিজ্ঞানের সর্বশেষ তথ্য জেনে
আমি হব আধুনিক,
প্রযুক্তির সাথে তথ্য মিলিয়ে
আনন্দময় পরিবেশ পেয়ে
শিখন হবে নির্ভিক।
শিক্ষক হবোনা শিক্ষার্থীর প্রতি
রাসভারী মেজাজ আর
কঠোর শাসন,
শেণি কক্ষ হবে
খেলার মেলা
ভয়ভীতির অবসান।
পাল্টে দিব শিখন পরিবেশ
পাল্টে দিব সমাজ,
বিশ্ব শিক্ষক দিবসের সব শিক্ষক মিলে
শপথ করি আজ।

মতামত দিন


মোঃ মুজিবুর রহমান
লাইক ও পুর্ণ রেটিংসহ শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মুল্যবান মতামত, লাইক ও পুর্ণরেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ গোলাম ওয়ারেছ
লাইক ও রেটিং সাথে অসংখ্য শুভকামনা। সেই সাথে আমার সেপ্টেম্বর ২য় পাক্ষিক কন্টেন্ট ও ব্লগ "ব্যান্ডউইথ এবং ডেটা ট্রান্সমিশন মেথড (Bandwidth and Data Transmission Methods)" দেখার ও রেটিংসহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ

নিমাই চন্দ্র মন্ডল
আমার বিষয নির্ভর কন্টেটে মতামত আশা করছি রেটিংসহ। সবার সুস্বাস্থ্য কামনা করি।

দেলোয়ার হোসেন
দারুন লিখেছে। আমার কন্টেন্ট দেখার ও রেটিং দেওয়ার অনুরোধ করছ।
সাম্প্রতিক মন্তব্য