Loading..

খবর-দার

১১ অক্টোবর, ২০২০ ০৫:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে "শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ" এর সদস্য হওয়া নিশ্চিতকরণ প্রসংগে

 

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন এবং মুজিববর্ষে শতভাগ শিক্ষককে "শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ" এর সদস্য করার কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলায় আগামী ৩১/১০/২০২০ ইং তারিখের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে "শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ" এর সদস্য করার উদ্যোগ নেয়া হয়েছে।এ লক্ষ্যে নিম্নোক্ত শিক্ষকগণ, তার স্ব-স্ব ক্লাস্টার এর প্রত্যেক বিদ্যালয় থেকে ১(এক) জন শিক্ষককে "শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ" এর সদস্য হতে সহযোগীতা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।পরবর্তীতে উক্ত শিক্ষক(শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ এর সদস্য) তাঁর বিদ্যালয়ের সকল শিক্ষককে শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ এ সদস্য হওয়া নিশ্চিত করবেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ক্লাস্টার এর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সার্বিক তত্ত্বাবধানসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিবেন।